Wellcome to National Portal

বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর রাজস্ব প্রশাসনের ১৪-১৬তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে চুড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় সরকার শাখা
কার্যক্রম

কর্মকর্তা কর্মচারীদের বেতন/ভ্রমণ বিল, ইউপি সচিব ও গ্রাম পুলিশদের বেতন/ভাতা, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সন্মানি ভাতা প্রদান সংক্রান্ত, ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের প্রশিক্ষণ/অভিযোগ/অনাস্থা সংক্রান্ত , সার ডিলার নিয়োগ, বরাদ্দ মনিটরিং, ইউপি কমপ্লেক্স ভবণ নির্মাণ, এনজিও সংক্রান্ত কার্যক্রম, ইউপি, পৌরসভা ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ইত্যাদি কার্য সম্পাদন করা হয়।


যোগাযোগ

স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী মোবাইল: ০১৭৬৬৩৩৩০২১ 


অন্যান্য

0


ছবি
www.feni.gov.bd/dcoffice_section/9c276543_2149_11e7_8f57_286ed488c766/123.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা