Wellcome to National Portal

কুমিল্লা শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের  ১০/০৭/২০২৫ তারিখের পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত বিঞ্জপ্তি নোটিশবোর্ডে আপলোড করা হয়েছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউস

সার্কিট হাউজ সম্পর্কিত তথ্যঃ-

১৯৮৪ সালে ফেনী নবসৃষ্ট জেলা হিসেবে কার্যক্রম শুরু করে। তখন এ জেলায় কোন সার্কিট হাউজ ছিল না। সরকারী/বেসরকারী ও উর্ধ্বতন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জেলায় ভ্রমণ ও পরিদর্শন কালে জেলা পরিষদ ডাকবাংলো ও অন্যান্য দপ্তরের রেস্ট হাউজে যাত্রা বিরতি ও রাত্রিযাপন করতেন। ১৯৯৪ সালে ফেনী সার্কিট হাউজ প্রতিষ্টিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কিট হাউজটি উদ্ভোধন করেন।

সার্কিট হাউজটি ফেনী জেলার মহিপাল সংলগ্ন ঐতিহাসিক বিজয়সিংহ দিঘীর উত্তর পাড়ে অবস্থিত । ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ধরে মহিপাল চৌরাসতা থেকে ১৫০ মিটার দক্ষিন পূর্বে সার্কিট হাউজের অবস্থান নির্দেশক রয়েছে। উক্ত সহানের সংযোগ থেকে ৫০০ মিটার পশি্চমে সার্কিট হাউজটির অবস্থান। সার্কিট হাউজের কম্পাউন্ডে মনোরম বাগান এবং দক্ষিনে বিশাল বিজয় সিংহ দিঘী সার্কিট হাউজকে নয়নাভিরাম ব্যাঞ্জনা দিয়েছে।

নেজারত ডেপুটি কালেক্টরের মোবাইল নাম্বার-01713187304