Wellcome to National Portal

কুমিল্লা শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের  ১০/০৭/২০২৫ তারিখের পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত বিঞ্জপ্তি নোটিশবোর্ডে আপলোড করা হয়েছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিজয় সিংহ দীঘি
স্থান
ফেনী সার্কিট হাইজ সংলগ্ন
কিভাবে যাওয়া যায়
যাবার উপায়ঃ ১) ট্রাংক রোড জিরো পয়েন্ট কিংম্বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে যাওয়া যায় ২) রিক্সা যোগে মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোড দিয়ে যেতে হবে
বিস্তারিত

বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি এ বিজয় সিংহ দীঘি । এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত । ১৯৯৫ সালে ফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব এ,এইচ,এম নূরুল ইসলাম প্রচুর বৃক্ষ চারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন । ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যে বিজয় সিংহ দীঘি অন্যতম । এ দিঘী দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে ।